পার্থক্য বোঝেন তো?

পাঁচমিশালী কৌতুক September 6, 2017 1,162
পার্থক্য বোঝেন তো?

চেইন স্মোকার হিসেবে রুস্তমকে সবাই চেনে। একদিন ব্যাংক ক্যাশিয়ারের চাকরি হয়ে গেল তার।


জয়েনিং ডে-তে ব্যাংক ম্যানেজার নবাগত ক্যাশিয়ারকে পেশাগত নানান টিপস দিতে গিয়ে প্রশ্ন করলেন : বান্ডিল আর প্যাকেটের পার্থক্য বোঝেন তো?


রুস্তম : জ্বী স্যার! প্যাকেট হয় সিগারেটের আর বান্ডিল হয় বিড়ির!


জবাব শুনে কিংকর্তব্যবিমূঢ় ম্যানেজার পকেট থেকে দিয়াশলাইয়ের বাক্স বের করে বললেন- আর এটাকে বলে ম্যাচ বাক্স! ঠিক?


রুস্তম : স্যার! আমি আসলে বুঝতে পারছি না আপনি কী বোঝাতে চাইছেন! আপনি কি আমাকে সিগারেট খাওয়ার অফার দিচ্ছেন...


এবার ম্যানেজার জ্ঞান হারালেন।