চোখ আপনার স্বাস্থ্য সম্পর্কে যে ভয়ংকর কথাগুলো বলে

সাস্থ্যকথা/হেলথ-টিপস September 5, 2017 1,113
চোখ আপনার স্বাস্থ্য সম্পর্কে যে ভয়ংকর কথাগুলো বলে

আপনি হয়তো প্রাচীন এই প্রবাদটি ভালো করেই জানেন, কারো চোখ হলো তার আত্মার প্রতিচ্ছবি বা জানালা। এর অর্থ যাই হোকনা কেন আপনার জানা দরকার যে আপনার চোখ আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছুই বলে।


আপনার চোখ আপনার দেহের রোগ-বালাই সম্পর্কে অনেক কিছুই বলতে পারে। আর শুধু আয়নার দিকে তাকিয়েই এর অনেক কিছু শনাক্ত করা সম্ভব। চোখ আপনাকে আপনার অনেক রোগ সম্পর্কেই সতর্কতা সংকেত দেয় যা আপনি হয়তো বুঝতে পারেন না।


অনেক রোগই আপনার চোখকে আক্রান্ত করতে পারে। উচ্চ রক্তচাপ থেকে শুরু করে ক্যান্সারসহ অনেক রোগের লক্ষণই আপনার চোখে ফুটে উঠতে পারে। সুতরাং চোখকে পর্যবেক্ষণে রাখলে আগেভাগেই কোনো রোগ শনাক্ত করে চিকিৎসা করানো সম্ভব।


১. স্থায়ী স্টাই বা আঁজনি

স্টাই বা আঁজনি হলো সেবাসিউয়াস (মেদবহুল) গ্রন্থিতে ব্লকের কারণে চোখে ভেসে ওঠা স্ফীতি। যদি দীর্ঘসময় ধরে এটি অবস্থান করে তাহলে বুঝতে হবে তা সেবাসিউয়াস গ্লান্ড কার্সিনোমার লক্ষণ।


২. চোখের ভ্রু পড়া

চোখের ভ্রু পড়ে যাওয়ার প্রধান কারণগুলোর একটি হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড হরমোনের ঘাটতি তীব্র হলে চোখের ভ্রু পড়া শুরু হয়। এছাড়া বুড়িয়ে যাওয়া, স্ট্রেস এবং পুষ্টি ঘাটতির কারণেও চোখের ভ্রু পড়তে পারে।


৩. ঝাপসা দৃষ্টি

চোখের ওপর ডিজিটাল ধকলের কারণে বা চোখ শুকিয়ে গেলে এমনটা হতে পারে। কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকলে চোখে জ্বালাপোড়া করা এবং ঝাপসা দেখার মতো সমস্যা সৃষ্টি হতে পারে।


৪. ব্লাইন্ড স্পট বা দৃষ্টি প্রতিবন্ধকতা

ব্যাপক মাইগ্রেনের লক্ষণ ব্লাইন্ড স্পট বা দৃষ্টি প্রতিবন্ধকতা। সাধারণত মাথা ব্যাথার সঙ্গে আসে ব্লাইন্ড স্পট। এমনটা হলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।


৫. ফোলা বা স্ফীতি

আপনি যদি অনবরত আপনার চোখদ্বয়ের ভেতরে কোনো ধরনের সম্প্রসারণ অনুভব করেন তা হতে থাইরয়েড চোখের রোগ। এর মানে হলো আপনার থাইরয়েড অতি সক্রিয়।


৬. হলুদাভ সাদা

এটি হলো জন্ডিসের লক্ষণ। পিত্তকোষ বা পিত্তনালীর অসুস্থতার কারণেও এমনটা হতে পারে।


৭. ঘোলা দৃষ্টি

ডায়াবেটিসের লক্ষণ এটি। ডায়াবেটিস হলে ফটোসেনসিটিভ রেটিনা টিস্যুর রক্তের শিরা-উপশিরাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে এমন সমস্যা দেখা দেয়।


৮. অস্পষ্ট দৃষ্টি বা দৃষ্টি ক্ষয়

আপনার দৃষ্টি যদি হঠাৎ করেই অস্পষ্ট, মেঘাচ্ছন্ন বা অন্ধকার হয়ে তাহলে আপনি কিছুক্ষণের মধ্যেই হয়তো স্ট্রোকের আক্রান্ত হবেন। স্ট্রোকের পূর্বলক্ষণ এটি।


সূত্র : বোল্ডস্কাই