প্রাক্তন স্বামীকে শিক্ষা দিতে প্রকাশ্য মার্কেটে উলঙ্গ হলেন নারী!

সাধারন অন্যরকম খবর September 4, 2017 2,538
প্রাক্তন স্বামীকে শিক্ষা দিতে প্রকাশ্য মার্কেটে উলঙ্গ হলেন নারী!

প্রাক্তন স্বামীকে শিক্ষা দিতে প্রকাশ্য মার্কেটে নিজের পোশাক খুলে ফেলছেন এক নারী। এমনকি অন্তর্বাসও।


শরীরে একটু সুতোও নেই। এমন ভিডিও ভাইরাল হয়েছে চীনের ইন্টানেটে। চীনা সংবাদমাধ্যম সাংহাইইস্ট ডট কম জানিয়েছে এমন ভিডিও কাহিনি।


খবরে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রাক্তন স্বামীকে জবাব দিতেই এমন কাণ্ড ঘটনার ওই মহিলা। শপিং মলে প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা হয়। নারীকে স্বামী সর্বসমক্ষে একটি চড় মেরে বলেন, হাতের মোবাইল থেকে সব পোশাক আমার কিনে দেওয়া।


এর পরেই নারী নিজের হাতে থাকা মোবাইলটি ছুড়ে ফেলে দেন। একে একে নিজের সব পোশাক খুলতে শুরু করেন। এমনকি অন্তর্বাসও খুলে ফেলেন। একেবারে নগ্ন সেই নারীর ভিডিও রেকর্ডং এখন চীনে ইন্টারনেটে ভাইরাল হয়েছে।


নারীর এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যান সেই শপিং মলে উপস্থিত থাকা ক্রেতারা। সকলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেও নারীর প্রাক্তন স্বামী বাধা দিতে এগিয়ে যান। যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি। ভিডিওর শেষ অংশে দেখা যায় নারী লিফটের কাছে দাঁড়িয়ে রয়েছেন। শরীরে একটু সুতোও নেই।