ঈদের দিন পল্টু ঢাকার এক চায়ের স্টলে চা খেতে গেছে। তার সাইকেলটি বাইরে রেখে চা খাচ্ছিল। দোকানের মালিক আবার সাইকেল চোরচক্রের সাথে যুক্ত। দোকানদার সাইকেলটি সরিয়ে ফেলল।
চা পান শেষে পল্টু বেজায় রেগে গেল। দোকানের মালিককে শাসাল-
পল্টু : অবিলম্বে আমার সাইকেল ফেরত দেওয়ার ব্যবস্থা কর, নইলে চট্টগ্রামে যা করেছিলাম এখানেও তা-ই করব।
পল্টুর তর্জন-গর্জনে ভীত হয়ে দোকানদার চোরদের কাছ থেকে সাইকেলটি নিয়ে তাকে ফেরত দিল। উপস্থিত উৎসুক জনতা জানতে চাইল-
জনতা : চট্টগ্রামে সাইকেল হারিয়ে কী করেছিলে?
বল্টু : কী আর করব? সাইকেল না পেয়ে হেঁটেই বাড়িতে গিয়েছিলাম।