প্রতিদিন ব্যবহার করার কারণে কম্পিউটারের স্ক্রিন ও কি-বোর্ডে প্রচুর জীবাণু জমে থাকে। এছাড়া ধুলাবালির অত্যাচার তো রয়েছেই। ধুলাবালি ও জীবাণু দূর করার জন্য তাই কম্পিউটার নিয়মিত পরিষ্কার করা জরুরি। জেনে নিন কীভাবে ঝটপট পরিষ্কার করবেন কম্পিউটার।
- সামান্য সাদা ভিনেগার দিয়ে মাইক্রোফাইবার ক্লথ (পরিষ্কার করার কাপড়) ভিজিয়ে সাবধানে মুছে নিন কম্পিউটারের কি-বোর্ড।
- মনিটরের আলগা ধুলাবালি পরিষ্কার করতে নরম ও শুকনা কাপড় দিয়ে মুছে নিন।
- মনিটরের স্ক্রিনে দাগ পড়ে গেলে গ্লাস ক্লিনারের সাহায্যে মুছুন।
- কি-বোর্ডের আনাচে কানাচে পরিষ্কার করতে চাইলে তুলার টুকরা ভিজিয়ে নিন সাদা ভিনেগারে।
- প্রতিদিন ব্রাশের সাহায্যে কি-বোর্ডে জমে থাকা ধুলাবালি পরিষ্কার করবেন।
- সাদা ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে পরিষ্কারক দ্রবণ তৈরি করে মুছে ফেলতে পারেন পুরো কম্পিউটার।
- রাবিং অ্যালকোহলের সাহায্যেও পরিষ্কার করতে পারেন কি-বোর্ড ও মনিটর।