সেদিন রাস্তা দিয়ে তিনটা পিঁপড়া হেঁটে যাচ্ছে। হঠাৎ একটা কেক পড়ে থাকতে দেখে প্রথম পিঁপড়াটি ‘ইয়াহু’ বলে ঝাঁপ দিয়ে কেকটা খেতে শুরু করলো।
এই দেখে দ্বিতীয় পিঁপড়াটিও ‘ইয়াহু’ বলে ঝাঁপ দিয়ে কেকটা খাওয়া শুরু করলো। এই দেখে তৃতীয় পিঁপড়াটি বলছে-
পিঁপড়া : ধুর, আমি খাবো না- কেকে পিঁপড়ায় ধরছে।