রেসিপি : ব্যানানা ফ্রেঞ্চ টোস্ট

রেসিপি টিপস August 29, 2017 1,217
রেসিপি : ব্যানানা ফ্রেঞ্চ টোস্ট

সকালের নাস্তায় স্বাস্থ্যকর ব্যানানা ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে ফেলতে পারেন। এটি পছন্দ করবে শিশুরাও। জেনে নিন কীভাবে বানাবেন।


উপকরণ

পাকা কলা- ৩টি

চিনি- ২ টেবিল চামচ

ময়দা- ১ কাপ

মাখন- পরিমাণ মতো

পাউরুটি- ১০টি

দুধ- আধা কাপ

ভ্যানিলা এসেন্স- ২ চা চামচ


প্রস্তুত প্রণালি

ব্লেন্ডারে ময়দা, দুটি কলা, চিনি ও ভ্যানিলা এসেন্স দিয়ে ডো তৈরি করুন। দুধ দিয়ে নেড়ে নিন।


চুলায় মাঝারি আঁচে ফ্রাই প্যান দিয়ে মাখন গরম করুন। এক পিস পাউরুটি ময়দা ও কলার ডোতে ডুবিয়ে প্যানের মাখনে ভেজে নিন। একইভাবে সবগুলো পাউরুটি ভাজুন। সোনালি রং হয়ে গেলে নামিয়ে কলার স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ব্যানানা ফ্রেঞ্চ টোস্ট।