গোবরে পা দিতাম

পাঁচমিশালী কৌতুক August 21, 2017 2,737
গোবরে পা দিতাম

আবুল হেঁটে বাড়ি যাচ্ছিল। হঠাৎ সে তার সামনে কালো, কাদার মতো কী যেন দেখলো। নিশ্চিত হওয়ার জন্য সে তা আঙুলে নিলো এবং নাকের কাছে নিয়ে গন্ধ শুকলো। আরো নিশ্চিত হতে সে একটু মুখে দিয়ে চেখে দেখলো।


সাথে সাথে আবুল বলে উঠলো- ‘উহ বাঁচলাম, আর একটুর জন্যই তো গোবরে পা দিতাম’।