২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম

পড়াশোনা নিউজ August 20, 2017 2,521
২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ভর্তির অনলাইন কার্যক্রম শুরু হবে আগামী ২৪ আগস্ট। চলবে ২০ সেপ্টেম্বর, বুধবার রাত ১২টা পর্যন্ত।


বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি পরিচালনা মূল কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা আগামী ২৪ আগস্ট, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর, বুধবার রাত ১২টা পর্যন্ত। আর নতুন এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১৫ অক্টোবর। এর আগে গত ১২ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।