থার্মোমিটার দিয়ে

পাঁচমিশালী কৌতুক August 19, 2017 3,026
থার্মোমিটার দিয়ে

গুরুতর অসুস্থ স্ত্রীকে নিয়ে দুর্গম গ্রাম অঞ্চল থেকে শহরে এসেছেন এক কৃষক। বড় ডাক্তারের চেম্বারে নিয়ে গেলেন স্ত্রীকে।


কৃষক বৌ একের পর এক রোগের বয়ান দিয়ে যাচ্ছেন। এসময় ডাক্তার রোগীর জ্বর মাপার জন্য থার্মোমিটার দিয়ে মুখ বন্ধ রাখতে বললেন।


ওদিকে, স্ত্রীকে এতটা সময় মুখ বন্ধ রাখতে দেখে উৎফুল্ল হয়ে চেঁচিয়ে উঠলেন সহজ সরল কৃষক। ডাক্তারকে বললেন, স্যার, কাঁচের ওই কাঠিটার দাম কতো আগে কন!