কিভাবে পরীক্ষার হলে ৩ ঘণ্টা কাটাবেন. . .
• নাম, রোল, বিষয়ের নাম ভালোভাবে সুন্দর করে খাতায় লেখা।
• ভালোভাবে চেক করা।
• বিষয়ের নাম ভালোভাবে চেক করা।
• প্রশ্নটা ভালোভাবে পড়া, যদি কোন বানানের ভুল ধরা পড়ে।
• কলমের ব্র্যান্ড দেখা।
• হলে কয়টা ফ্যান আর লাইট আছে গোনা।
• আবার নাম, রোল আর বিষয়ের নাম চেক করা।
• পাশের আঁতেলগুলো কয়টা এক্সট্রা পৃষ্ঠা নেয়, তা গোনা।
• কাল রাতে পড়ে সময় নষ্ট করার জন্য অনুতাপ করা, তার চেয়ে সিনেমা দেখা ভালো ছিল।
• পরের বারের পরীক্ষায় সিরিয়াস হওয়ার জন্য শপথ নেওয়া।
• সবশেষে ১৫ মিনিট আগে খাতা জমা দিয়ে বের হয়ে আসা।