বাবা ছোটনকে ইংরেজি শেখাচ্ছে. . .
বাবা : মাই হেড মানে আমার মাথা।
ছোটন : মাই হেড মানে বাবার মাথা।
পাশ থেকে ভাইয়া বললো. . .
ভাইয়া : ধুর বোকা, মাই হেড মানে আমার মাথা।
ছোটন : মাই হেড মানে ভাইয়ার মাথা।
ছোটনের বড় বোন উল বুনতে বুনতে তা শুনে বললো. . .
বোন : এই ছোটন, মাই হেড মানে ভাইয়ার মাথা না। আমার মাথা, আমার মাথা।
ছোটন : ও বুঝছি। মাই হেড মানে আপার মাথা।
মা রান্নাঘর থেকে শুনতে পেয়ে চেঁচিয়ে বলল. . .
মা : কি যা-তা বলছিস! মাই হেড মানে আমার মাথা। পড় তাড়াতাড়ি।
ছোটন : ও বুঝছি, মাই হেড মানে চৌদ্দগোষ্ঠীর মাথা!