একটা ক্যাম্পেইন

পাঁচমিশালী কৌতুক August 15, 2017 938
একটা ক্যাম্পেইন

এক 'ধান্ধাবাজ' মন্ত্রী মৃত্যুর পর স্বর্গে প্রবেশের লাইনে দাঁড়াল। দারোয়ান এগিয়ে এসে তাকে বলল, স্বর্গে কিছু সংস্কার চলছে, তুমি ২ দিন শুধু নরকে ঘুরে আসো; এরপর স্বর্গে ঢুকো


মন্ত্রী রাজি হলো।


নরকের রক্ষীরা সাদর সম্ভাষণ জানাল। এরপর সে তাকে নরক ঘুরে দেখাতে লাগল।


মন্ত্রী অবাক হয়ে দেখতে লাগল যে নরক অনেক সুন্দর। খুবই আরামের ব্যবস্থা, সুন্দর সুন্দর প্রাসাদ থাকার জন্য। খেলাধুলার জন্য পুল, গলফ মাঠ আরও অনেক কিছু। অনেক সুস্বাদু পানীয়, খাবার-দাবারের ব্যবস্থা। আর আছে অসংখ্য অপ্সরী, সৌন্দর্যে যারা তুলনাহীনা।


বাসিন্দারা অনেক আরামে আছে ওখানে।


২ দিন পর স্বর্গের দারোয়ানের কাছে গিয়ে মন্ত্রী বলল যে তার স্বর্গের দরকার নাই। সে নরকেই থাকতে চায়।


দারোয়ান অবাক হয়ে জানতে চাইল, তুমি সত্যি ওখানে থাকতে চাও?


মন্ত্রী, হ্যাঁ!


তাকে জায়গা মতো পাঠানো হলো।


কিন্তু এরপর মন্ত্রী নরকে গিয়ে দেখল যে নরক পুরো অন্যরকম চেহারা নিয়েছে। কোনো কিছুই আগের মতো নেই। আছে শুধু বিষাক্ত সব সাপ-বিচ্ছু, আগুন আর কয়লা। বাসিন্দারা নির্মম শাস্তি ভোগ করছে বিভিন্ন কায়দায়। খুবই কুৎসিত আর জঘন্য এক জায়গা সেটা।


এসব দেখে মন্ত্রী তাজ্জব হয়ে সেখানকার রক্ষীকে জিজ্ঞেস, নরকের এই হাল কেন? আগে আমি কী দেখলাম!?


রক্ষী হেসে বলল, আরে ওইটা তো ছিল একটা ক্যাম্পেইন। তুমি ওই ফাঁদে ধরা খাইছ। দুনিয়ায় তোমরা যেমন নির্বাচনের আগে মানুষকে স্বর্গের স্বপ্ন দেখিয়ে পরে নরক উপহার দিতে; আমরাও তাই করেছি। এত বোকা তো তুমি নও! তোমার তো এটা বোঝার কথা।