স্বামী-স্ত্রীর ঝগড়া তুমুল মারপিটে রূপ নিল। জখম নিয়ে দুজনই হাসপাতালে ভর্তি। রক্ত দিতে হবে দুজনকেই। ডাক্তার প্রশ্ন করলেন : আপনাদের দুজনের রক্তের গ্রুপ কি একই?
কাতরাতে কাতেরাতে স্বামীর জবাব : এতদিনে তাই হয়ে যাওয়ার কথা। গত ২০ বছর ধরে আমার রক্ত চুষে খাচ্ছে এই...
ব্যথা ভুলে চিৎকার করে স্ত্রী : এক হতেই পারে না। গত দুই দশকে আমাকে জ্বালাতে জ্বালাতে আমার কোষের ডিএনএ পর্যন্ত বদলায়া দিছে ও, রক্ত তো পরের কথা, স্যার...