প্রচণ্ড ঝড়-তুফানে পড়ে মাঝ নদীতে জাহাজ ডুবে যাচ্ছে। জাহাজের যাত্রীদের মধ্যে ছিল দেশের সবচেয়ে কৃপণ লোকটাও। সেও ডুবছে। কিন্তু অন্যরা যখন ভয়-আতঙ্কে দিশেহারা, তখন দেখা গেল সে আপন মনে হাসছে।
ওই বিপদেও পাশের যাত্রীদের চোখ কপালে। একজন জিজ্ঞেস করল : ভাই, জাহাজ ডুবছে! কোথায় সৃষ্টিকর্তার নাম নিবেন, তা না করে আপনি হাসছেন?
কৃপণ : আমি খুশিতে হাসছি!
সহযাত্রী : কী এমন খুশির ঘটনা ঘটল বলুন তো আমরাও শুনি।
কৃপণ : আরে ভাই, আমি আপনাদের মতো রিটার্ন টিকিট কাটি নাই। কতগুলো টাকা বেঁচে গেল খেয়াল করেছেন?