হানিমুনের ছুটি নিতে হবে

পাঁচমিশালী কৌতুক August 8, 2017 1,105
হানিমুনের ছুটি নিতে হবে

কলেজের এক ছেলে এক মেয়েকে টিজ করার উদ্দেশে বলছে-


ছেলে : যাইবা নাকি কাজী অফিস?


মেয়ে : চল...


ছেলে : কই যামু?


মেয়ে : প্রিন্সিপ্যালের কাছে।


ছেলে : ওমাহ! আপু আপনের লগে কি একটু মশকরাও করা যাইব না?


মেয়ে : আরে পাগল, হানিমুনের ছুটি নিতে হবে না!