করিম সাহেব একবার গাড়ি চালিয়ে যাওয়ার পথে দেখলেন, এক লোক রাস্তার পাশের মাঠে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে।
করিম : কী ব্যাপার? ঘাস খাচ্ছো কেন?
লোক : স্যার, আমি তিন দিন ধরে কিছু খাইনি।
করিম : ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো।
লোক : স্যার, আমার সঙ্গে আমার স্ত্রীও আছে।
করিম : তাকেও সঙ্গে নাও।
লোক : স্যার, আমার সঙ্গে আমার তিন ছেলেমেয়েও আছে।
করিম : তাদেরও সঙ্গে নাও।
লোক : স্যার, আপনার অশেষ দয়া! কিন্তু এতজনকে নিয়ে আপনার সমস্যা হবে না তো?
করিম : নাহ। আমার বাগানের ঘাসগুলোও বেশ বড় হয়ে উঠেছে!