একবার বল্টু, আমেরিকান ও জাপানি প্লেনে বিদেশ যাচ্ছে। যেতে যেতে একপর্যায়ে হঠাৎ কোথায় যেন ‘বিপ বিপ’ শব্দ হলো। আমেরিকান ভদ্রলোক তার হাতের এক জায়গায় চাপ দিতেই ‘বিপ বিপ’ শব্দ থেমে গেল-
আমেরিকান : আমার হাতের নিচে মাইক্রোচিপ, এখান থেকেই আমার বাসার সবকিছু নিয়ন্ত্রণ করা যায়।
এবার কিছুক্ষণ পর হঠাৎ ফোনের রিং টোন বেজে উঠলো।
জাপানি ভদ্রলোক তার কপালে চাপ দিয়ে বলছে-
জাপানি : আমার কপালের নিচে মাইক্রোচিপ। চাপ দিলেই কল করা ও রিসিভ করা যায়।
বল্টু চিন্তা করছে কী করা যায়? এদের কাছে কিছুতেই হার মানা যাবে না। সে উঠেই টয়লেটে চলে গেল। আসার সময় দেখা গেল তার প্যান্টের ভেতর থেকে পিছন দিক দিয়ে বিরাট লম্বা টিস্যু পেপার ঝুলছে। আমেরিকান ও জাপানি এই দেখে বলছে, ‘আরে বাহ, এ আবার কোন প্রযুক্তি?’
বল্টু : ও কিছু না, ই-মেইল আসছে, প্রিন্ট দিতেছি।