পদ্মা নদীর মাঝি কুবের আপডেট হিজ স্ট্যাটাস। ‘ওয়াচিং নৌকাবাইচ অ্যাট পদ্মা। ফিলিং উড়াধুড়া।’ ওই স্ট্যাটাসের কমেন্টসমূহ. . .
মালা : অ গোপির বাপ, বাইত্তে আহ! তোমার পোলা চিল্লাইতাছে।
কুবের : আরেকটু সামলাইয়া রাখো জান। আমি আইতাছি।
কপিলা : ভাইয়া, একাই মজা লুটতাছো। আমারে নিলা না।
কুবের : কপিলা, তুই আমারে ইনবক্স কর।
মালা : ওই, যা কইবার এইহানেই কও।
কপিলা : হ, যা কইবার এইহানেই কও। আমারও তো সংসার আছে।
কুবের : না মানে! ইয়ে! খাড়াও বাইত্তে আইতাছি।