আমার নানির মতো

পাঁচমিশালী কৌতুক July 29, 2017 963
আমার নানির মতো

রাস্তায় এক যুবতি হেঁটে যাচ্ছে। এক যুবক তার দিকে তাকিয়ে আছে। যুবককে তাকিয়ে থাকতে দেখে যুবতি বলল-


যুবতি : কী দেখছেন এইভাবে?


যুবক : আপনাকে।


যুবতি : দুষ্টু ছেলে! এইভাবে তাকিয়ে আছেন কেন? জীবনে কি কখনো মেয়ে দেখেন নাই? আপনার ঘরে কি মা-বোন নাই?


যুবক : জ্বি, মা-বোন তো আছে কিন্তু নানি নাই। আপনি দেখতে একদম আমার নানির মতো!