পুরুষ কত প্রকার

পাঁচমিশালী কৌতুক July 26, 2017 1,868
পুরুষ কত প্রকার

পরীক্ষায় প্রশ্ন এসেছে- পুরুষ কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সজ্ঞা দাও।


এক মেয়ের উত্তর : পুরুষ তিন প্রকার, যথা- উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ।


উত্তম পুরুষ : যে বছরে অনেকগুলো শাড়ি, মেকাপ, গয়না কিনে দেবে, সে উত্তম পুরুষ।


মধ্যম পুরুষ : যে বছরে তিনটা শাড়ি আর টুকটাক সামগ্রী দেবে, সে মধ্যম পুরুষ।


নাম পুরুষ : যে বছরে একটা শাড়ি ছাড়া তেমন কিছু কিনে দেবে না, সে নাম পুরুষ। তার ভাত আমি খাবো না!