কুমিরের কবিরাজ; পানি থেকে লাশ খুঁজে দিল কুমির

সাধারন অন্যরকম খবর July 22, 2017 1,099
কুমিরের কবিরাজ; পানি থেকে লাশ খুঁজে দিল কুমির

এ কেমন কবিরাজ। আমরা অনেক ধরনের কবিরাজের নাম শুনেছি। কিন্তু কুমিরের কবিরাজ এমন নাম হয়তো তেমন শুনা হয়নি। আবার কবিরাজের কথা শুনে কুমির নদীর মধ্যে নিখোঁজ ব্যক্তির লাশ খুঁজে বের করে নিয়ে আসছে।


ঘটনা ইন্দোনেশিয়ার বেরাও নদীর। গত বুধবার নদীতে গোসল করতে গিয়ে কুমিরে টেনে নিয়ে যায় শরিফুদ্দীনকে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা শত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।


কিন্তু সামান্য এক কবিরাজের নির্দেশে একদিন পর লাশ ফিরিয়ে দিল কুমির। মুখে করে আস্ত লাশ ডাঙ্গা পর্যন্ত পৌঁছেও দিয়েছে। খবর ডেইলি মেইলের।


স্থানীয় সময় বুধবার কুমিরে নিয়ে যায় শরিফুদ্দিনকে। ৪২ বছর বয়সী শরিফের পরিবার ও বন্ধুরা সব চেষ্টা করে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।


পরে তারা স্থানীয় এক ‘কুমিরের কবিরাজ’ এর শরণাপন্ন হয়।


কবিরাজ এসে নদীর পাড়ে দাঁড়িয়ে বিশেষ পদ্ধতিতে কুমিরের উদ্দেশ্যে শরিফকে ফিরিয়ে দেয়ার নির্দেষ দেয়। কিছুক্ষণ পর কুমির শরিফের লাশ মুখে করে নিয়ে নদীর পাড়ে তুলে দেয়।