বর্তমান সমাজে নারী নির্যাতনের ঘটনা যখন তুঙ্গে তখন নির্যাতিত হচ্ছেন পুরুষরাও৷ এতদিন মহিলারাই কেবল গণধর্ষণের শিকার হতেন৷ এবার গণধর্ষণের শিকার হলেন এক পুরুষ৷ চরম শারীরিক নির্যাতনের ফলে মৃত্যুবরণ করতে হয়েছে তাকে৷
নাইজেরিয়াতেই ঘটেছে এমন ঘটনা৷ এক ব্যবসায়ী তার পাঁচ বউয়ের ধর্ষণে মৃত্যবরণ করলেন৷ মৃত ব্যক্তির নাম ইউরোকো ওনোজো৷ তার মোট ছয় স্ত্রী৷ সারারাত পার্টিতে ব্যস্ত থাকার পর ভোর রাতে বাড়ি ফিরেছিলেন ওনোজো৷
অন্যদিকে সারারাত তার স্ত্রীরা তার সঙ্গ পেতে প্রহর গুণছিলেন৷ ভোররাতে বাড়ি ফিরে কনিষ্ঠা স্ত্রীয়ের ঘরেই যান ওনোজো৷ এই কারণেই অপর পাঁচ স্ত্রী ক্ষুব্ধ হয়ে চড়াও হয় ওনোজোর উপর৷
এরপর পর পর চার স্ত্রীয়ের সঙ্গে শারিরীক সম্পর্ক স্থাপনে বাধ্য হন ওনোজো৷ পঞ্চম স্ত্রীয়ের সঙ্গে সহবাসের সময় হঠাৎও স্ট্রোক হয়ে মারা যায় ওনোজো৷
ঘটনা পর পাঁচ স্ত্রী পালিয়ে যাযন৷ তবে তাদের মধ্যে দু'জনকে গ্রেফতার করে নাইজেরিয় পুলিশ৷ অভিযুক্ত পাঁচ স্ত্রীয়ের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মামলা দায়ের করেছে পুলিশ৷ -নয়াদিগন্ত