তিলই বলে দেবে আপনার বিবাহিত জীবন কেমন কাটবে

লাইফ স্টাইল July 19, 2017 1,349
তিলই বলে দেবে আপনার বিবাহিত জীবন কেমন কাটবে

তিলই বলে দেবে আপনার নিয়তি, বিবাহিত জীবন কেমন কাটবে ৷ বিয়ের পর যখন তখন পরিবর্তিত হতে পারে আপনার ভাগ্য৷ হিন্দু শাস্ত্র অনুযায়ী, আপনার হাতের তালু, আঙ্গুলের পাশাপাশি তিলও বলে দেবে আপনার ভাগ্য কোনদিকে যেতে পারে৷


বিয়ের পরে আপনার ভবিষ্যত কোনদিকে যেতে পারে সেটিই বলে দেবে এই তিল৷ তবে, তিল নিয়ে অনেকেই তিতিবিরক্ত থাকেন৷ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অনেকেই এই তিল শরীর থেকে সরিয়ে নেন৷ এই তিলই বলে দেবে আপনার ভবিষ্যত৷


তবে, শরীরে থাকা এই বিশেষ কিছু তিল বিয়ের পরে আপনার ভাগ্য পরিবর্তন করতে সক্ষম৷ তিলের সাইজ এবং শেপের উপরও নির্ভর করে তিলের মানে৷


১) নাকের কোনও একটি দিকে, বাঁদিকে কিংবা ডানদিকে যদি তিল থাকে৷ তবে, এখন যদি কোনও কাজে ভাগ্য আপনার সহায় না হয়৷ তবে, এই বিষয়টি নিয়ে ভাববেন না৷ বিয়ের পর আপনার ভাগ্য পরিবর্তন হবেই৷ জীবনের সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আপনি বিলাসবহুল জীবন যাপন করবেন৷


২) আপনার গালের ডানদিকে কি কোনও তিল রয়েছে? তবে, সেই তিলের জন্যই বিয়ের পর আপনার ভাগ্য পরিবর্তন হবেই৷ আর্থিক ক্ষেত্রেও আপনি স্বচ্ছল হবেন৷


৩) যদি দুই ভুরুর মাঝে কোনও তিল থাকে, তবে আপনার বিবাহিত জীবন সুখের হবে৷


৪) হাতের তালুতে কি তিল রয়েছে আপনার? হাতের তালুতে যে বিয়ের রেখা রয়েছে৷ সেই রেখার আশেপাশে যদি লাল তিল থাকে, তবে সেই তিল জানান দেবে আপনার বিয়ের পরের জীবনও সুখের হতে চলেছে৷


৫) পায়ের নীচে যদি তিল থাকে তবে, আপনি দেশে বিদেশে ভ্রমণ করতে পারবেন৷-কলকাতা২৪