এক লোক সবকিছুতেই খুব কার্পণ্য করতো। দান-সদকা তো করতো না কখনোই। একদিন সে গোস্ত রোদে শুকিয়ে শুঁটকি বানাচ্ছে; সারা বছর খাবে বলে।
এমন সময় একটি কাক এসে ছোঁ মেরে এক টুকরো গোস্ত নিয়ে উড়ে গেল। কৃপণ লোকটি তার পিছু ছুটলো। দু’তিন মাইল তাড়া করেও কাকের নাগাল পেলো না। অবশেষে কাকটি যখন একটি নদী পার হয়ে গেল তখন কৃপণ বলল. . .
কৃপণ : যাহ, সদকা করে দিলাম।