নুডলস খেতে আমরা সবাই ভালোবাসি। সকাল কিংবা বিকেলের নাস্তায় কিংবা শিশুদের টিফিনে নুডলস থাকবেই। এগ নুডলস তো অহরহই খাওয়া হয়। আজ আমরা জেনে নেবো আরো একটি সহজ রেসিপি। চলুন তবে জেনে নেই ভেজিটেবলস নুডলস তৈরির রেসিপি-
উপকরণ : সিদ্ধ নুডলস এক কাপ, নানা ধরনের সিদ্ধ সবজি ইচ্ছামতো, বাটার দুই টেবিল চামচ, সয়াসস এক চা চামচ, টমেটোসস দুই টেবিল চামচ, লবণ স্বাতমতো, পেঁয়াজ কুচি আধা কাপ।
প্রণালি: প্যানে বাটার গরম করে সবকিছু একসঙ্গে ভাজতে হবে। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।