বিনামূল্যে বার্গার খেয়ে ফাটল পেট

ভয়ানক অন্যরকম খবর July 11, 2017 2,171
বিনামূল্যে বার্গার খেয়ে ফাটল পেট

একদিনে যে সবচেয়ে বেশি ঝাল বার্গার খেতে পারবে, তাকে বিনামূল্যে দেওয়া হবে সারা মাসের খাবার—ভারতের দিল্লির এক রেস্তোরাঁর এমন ঘোষণার পর নিজেকে সামলে রাখতে পারেননি গর্ব গুপ্ত নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র নাম লিখিয়েছিলেন বার্গার খাওয়ার প্রতিযোগিতায়। এর পর অংশ নিয়ে দেদার বার্গার খাওয়া শুরু করলেন। বিজয়ীও হয়েছিলেন। কিন্তু বেশি বার্গার খাওয়ার মাশুল হিসেবে শেষ পর্যন্ত গর্বকে যেতে হলো হাসপাতালে।


সেখানে চিকিৎসকরা তাঁকে জানান পেট ফেটে যাওয়ার দুঃসংবাদ।


এ বিষয়ে জানতে চাইলে দ্য টাইমস অব ইন্ডিয়াকে (টিওআই) গর্ব বলেন, ‘আমি ও বন্ধুরা ওই প্রতিযোগিতায় নাম লেখাই।


সেখানে আমি সবচেয়ে বেশি বার্গার খেয়ে বিজয়ী হই। পরদিন সকালে টের পাই, বমির সঙ্গে রক্ত বের হচ্ছে। তখন আমি চিকিৎসকের কাছে যাই। তিনি বলেন, ঝাল বার্গার খাওয়ার কারণে এমনটি হয়েছে।’


পরে দিল্লির বিএলকে কাপুর স্পেশালিটি হাসপাতালে যান গর্ব। সেখানে চিকিৎসকরা তাঁর এন্ডোসকপি করেন। এর পর ধরা পড়ে আসল বিষয়টি।


এন্ডোসকপিতে দেখা যায়, গর্বের পাকস্থলীর ভেতরের পর্দা চিরে গেছে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তা ঠিক করা হয়।


এ বিষয়ে চিকিৎসক দীপ গয়াল বলেন, ‘আমরা আলসার ও মদ্যপানের কারণে পাকস্থলীর ক্ষতি হতে দেখেছি। তবে ঝাল বার্গার খেয়ে এমন ঘটনা এই প্রথম।’