শারীরিক সমস্যার প্রথম লক্ষণ প্রকাশ পায় চোখে

সাস্থ্যকথা/হেলথ-টিপস July 6, 2017 708
শারীরিক সমস্যার প্রথম লক্ষণ প্রকাশ পায় চোখে

চোখই মনের আয়না। কিন্তু আপনি কি জানেন, আপনার চোখই বল দেবে আপনার স্বাস্থের বর্তমান অবস্থার কথা। চোখের সামান্য কিছু চিহ্নই বলে দেবে আপনার স্বাস্থ্য এখন কি পরিস্থিতিতে রয়েছে। সাধারণত চোখের সমস্যায় আমরা চিকিৎসকের কাছে যাই পরামর্শ নিতে।


কিন্তু চোখ দিয়েই বোঝা যায় হাজারো সমস্যা। এমনকি ডায়বেটিস হলেও তার প্রথম লক্ষণ ফুটে ওঠে চোখেই। তাই সুস্থ থাকতে নিয়মিত চোখের পরীক্ষা করান। এমনই বেশ কিছু লক্ষ্মণ যা আপনার শরীরের সমস্ত কিছুর জানান দেবে৷ এই ধরনের লক্ষ্মণগুলি হল-


১) লাল চোখ উচ্চ রক্তচাপের জানান দেয়।


২) হলুদ চোখ ডায়বেটিসের লক্ষ্মণ।


৩) আইরিস রিং হাই কোলেস্টলের জানান দেবে।


৪) চোখের পলক নিস্তেজ হয়ে পরলে তা অ্যানেমিয়ার লক্ষ্মণ।


৫) আপনার দুটি চোখ যদি কোনও কারণে দেখেন খুব ফুলে গেছে, তাহলে বুঝবেন আপনার থাইরয়েড হয়েছে।