অ্যালোভেরার জুস পান করবেন কেন?

সাস্থ্যকথা/হেলথ-টিপস July 5, 2017 635
অ্যালোভেরার জুস পান করবেন কেন?

ভেষজ অ্যালোভেরার রয়েছে অনেক গুণ। সুস্থতার জন্য অ্যালোভেরার জুস পান করতে পারেন প্রতিদিন সকালে। এনডিটিভির লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে অ্যালোভেরার জুসের উপকারিতা সম্পর্কে।


- কেবলমাত্র ভিটামিন ডি ছাড়া বাকি প্রায় সব ধরনের ভিটামিন ও মিনারেল পাওয়া যায় অ্যালোভেরা থেকে। সুস্থ থাকার জন্য তাই নিয়মিত অ্যালোভেরার জুস পানের বিকল্প নেই।


- হজমে গণ্ডগোল থাকলে প্রতিদিন পান করুন অ্যালোভেরার জুস। দূর হবে হজমের সমস্যা।


- কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির সমস্যা দূর করতে পারে অ্যালোভেরা।


- প্রতিদিন সকালে অ্যালোভেরার জুস পান করতে পারেন। শরীরের দূষিত পদার্থ বের করতে সাহায্য করে এটি।


- রক্তশূন্যতা দূর করে অ্যালোভেরা।


- রূপচর্চায় অ্যালোভেরা অতুলনীয়।


- অ্যালোভেরার জুসে আমলকী ও তুলসি মিশিয়ে পান করুন। এটি বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা।