১১ বছর বয়সেই 'বাবা'!

সাধারন অন্যরকম খবর July 5, 2017 1,670
১১ বছর বয়সেই 'বাবা'!

শিশুর ওপর যৌন নির্যাতনের অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্রে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ২৫ বছর বয়সী সেই নারীর নাম অ্যাশলে মউরি। তিনি ফ্লোরিডার বাসিন্দা। অ্যাশলের যৌন নির্যাতনে মাত্র ১১ বছর বয়সে বাবা হয়েছে সেই শিশুটি।


এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে এমিরেটস ২৪৭.কম। যদিও ঘটনাটি কয়েক বছর আগের। তবে সম্প্রতি আদালত এ মামলার বিস্তারিত প্রকাশ করেছে।


হিলসবরো কাউন্টি শেরিফের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় সে শিশুর বয়স ছিল ১১ থেকে ১২ বছর। এ সময় সে নারী শিশুটির ওপর বেশ কয়েকবার যৌন নির্যাতন চালায়। এতে সে নারী গর্ভবতী হয়ে পড়ে এবং ২০১৪ সালে তার সে সন্তানের জন্ম হয়।


আদালত জানিয়েছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে সে নারীর উচিত ছিল দায়িত্ব নিয়ে কাজ করা। কিন্তু তিনি তা না করে বরং শিশুটির ওপর নির্যাতন চালিয়েছেন। এ অপরাধে বর্তমানে তার বিচার চলছে। -বিডি প্রতিদিন