ছেলে : হ্যালো!
মেয়ে : হাই!
ছেলে : কী করেন?
মেয়ে : মুড়ি খাই।
ছেলে : আরে না, আমি বলতে চাচ্ছি, আপনি কিসে পড়েন?
মেয়ে : চেয়ারে বসে বসে পড়ি।
ছেলে : ধ্যাৎতেরি, মানে কোন ক্লাসে পড়েন?
মেয়ে : ও! আগে বলবেন তো, আমি বুয়েটে পড়ি!
ছেলে : ও, আপনি তো অনেক মেধাবী। অনেক পড়তে হয়। তাই না?
মেয়ে : হুম।
ছেলে : কোন বিষয় নিয়ে পড়েন?
মেয়ে : চারুকলা।
ছেলে : অনেক কঠিন সাবজেক্ট?
মেয়ে : হ্যাঁ, খুব কঠিন।
ছেলে : ও।
মেয়ে : আপনি কিসে পড়েন?
ছেলে : আমি ঢাকা মেডিকেলে ইতিহাস নিয়ে পড়ছি!