কান্না শুরু হবে

পাঁচমিশালী কৌতুক June 29, 2017 1,119
কান্না শুরু হবে

বিয়ের আসরে কনের বিদায় পর্ব চলছে। কনের ছোট ভাইটি বাবাকে জিজ্ঞেস করল : বাবা বাবা, আপু এভাবে কাঁদছে কেন?


বাবা : ওর এই কান্না দরজা পর্যন্তই শেষ হয়ে যাবে। কিন্তু তোর দুলাভাইর যে কান্না শুরু হবে আজ থেকে তা কবরে যাওয়া পর্যন্ত থামবে না, বাবা!