তবে কি এই উপগ্রহতেই বসবাস এলিয়ানদের!

বিজ্ঞান জগৎ June 29, 2017 1,357
তবে কি এই উপগ্রহতেই বসবাস এলিয়ানদের!

শনি গ্রহের ষষ্ঠ উপগ্রহের আবিষ্কার করতে ইতিমধ্যেই গবেষণা শুরু করেছিলেন বিজ্ঞানীরা৷ শনি গ্রহের ষষ্ঠতম বৃহত্তম উপগ্রহে প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা৷ এটির নাম এনসিলাডাস৷ তবে, এই উপগ্রহেই সন্ধান পাওয়া যেতে পারে এলিয়ানের৷ এহেন একটি সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেনা নাসা৷


এই উপগ্রহের মধ্যেই রয়েছে উষ্ণপ্রস্রবণ৷ এর পাশাপাশি এই উপগ্রহের সমুদ্রের তলায় রয়েছে বরফের ভূপৃষ্ঠ৷ তবে, নাসা এর আগেও এই বিশেষ উপগ্রহটির বিষয়ে বর্ণনা দিয়েছে৷ এটির আয়তন প্রায় ৩১০মাইল৷ এই উপগ্রহটি সম্পর্কে নাসা জানিয়েছে, এই উপগ্রহটি প্রাণ থাকলেও থাকতে পারে৷ তবে, তারা মানুষ নাকি এলিয়ান সেই বিষয়টি সম্পর্কে এখনও কোনও সঠিক খবর নাসার তরফে জানানো হয়নি৷


কোটিপতিদের একটি দল নাসার সঙ্গে যুক্ত হয়ে একটি স্পেসক্রাফট বানাতে চলেছে৷ যেটি এনসিলাডাসে পাঠানো যাবে৷ এই স্পেসক্রাফটিতিতেই থাকবে একটি মাইক্রোস্কোপ৷ যেটি এই উপগ্রহের মধ্যে থাকা যেকোনও প্রাণীকেই খুব সহজেই চিহ্নিত করতে পারবে৷