কথায় কথায় চিকিৎসকের কাছে যাওয়া আর ওষুধের দোকানে ছুটতে কেউওই চায়না। কিন্তু আমাদের ঘরেই রয়েছে এমন অনেক কিছু, যা টুকটাক শরীর খারাপ শুধু নয়, কমিয়ে দিতে পারে কঠিন রোগও।
তুলসী পাতা এরকমই একটা গাছ, যার পাতায় রয়েছে প্রচুর ভেষজ গুণ। এতদিন শুধু জানতেন, কাশি, সর্দি লাগা এই সবের জন্যই ভালো তুলসী পাতা। এমনকী, ক্ষতের জায়গাতেও তুলসী পাতার রস দিলে উপকার দেয়। তবে তুলসীর যে আরও অনেক উপকারিতা রয়েছে, সেটা জানাই ছিল না। জেনে নিন, তুলসী পাতার আরও কিছু উপকারের কথা-
১। নিয়মিত তুলসী পাতা খেলে স্মৃতিশক্তি ভালো হয়।
২। দাঁতের ব্যথায় তুলসী পাতার রস লাগালে উপকার দেয়।
৩। ব্রনের ওপর তুলসী পাতার রস লাগালে দ্রুত কমে যাবে।
৪। শুধু তাই নয়, ঘরের মধ্যে তুলসী গাছ রাখলে মশা আসবে না ঘরে।
৫। চুলের ক্ষেত্রেও তুলসী পাতার রস খুব ভালো।