যেভাবে বুঝবেন আপনার আশেপাশে আত্মাদের উপস্থিতি

লাইফ স্টাইল June 22, 2017 968
যেভাবে বুঝবেন আপনার আশেপাশে আত্মাদের উপস্থিতি

রাস্তা দিয়ে একা একা হাঁটছেন, অথবা একা রয়েছেন কোনও নির্জন স্থানে, গা ছমছমে পরিবেশ। ভাবছেন কেন? আপনি হয়ত জানেনই না আপনার পাশে রয়েছে তেনারা।কথা বলতে চাইছে আপনার সঙ্গে। কিন্তু কি করে বুঝবেন?


রাতে বাজে স্বপ্ন দেখা: সাধারণত স্বপ্নের মাধ্যমেই সবচেয়ে বেশি মানুষের সঙ্গে কথা বলতে চায় আত্মারা। তাদের কথা স্বপ্নের মাধ্যমেই জানাতে চায়। ফলে আত্মাদের আপনার সঙ্গে যোগাযোগ করার অন্যতম বড় হাতিয়ার স্বপ্ন।


নিজের মধ্যে লক্ষ্যণীয় পরিবর্তন: আপনার আশপাশে আত্মারা থাকলে আপনার কথাবার্তা, স্বভাবে একটা লক্ষ্যণীয় পরিবর্তন আসবে। আপনার মনে হতে পারে পাশে কেউ বসে রয়েছে। হাত-পা ভারি ভারি লাগতে পারে।


হঠাৎ হঠাৎ চমকে ওঠা: মাঝে মাঝেই আপনি চমকে উঠতে পারেন। এর অন্যতম কারণ হিসাবে জানা গিয়েছে পাশে আত্মাদের উপস্থিতি।


সূত্রঃ ইন্টারনেট