কুকুরের পিঠে চড়ে খাবার চুরি

সাধারন অন্যরকম খবর June 21, 2017 1,126
কুকুরের পিঠে চড়ে খাবার চুরি

হাতের কাছেই খাবার, কিন্তু পাওয়া যাচ্ছে না! এক মানবশিশু ফ্রিজের সামনে, সঙ্গী হিসেবে আছে কুকুর। এখন খাবার নেওয়ার সহজতম উপায় কী? যে ফ্রিজে খাবার রয়েছে, সেটা যে তার নাগালের বাইরে।


কী করা যায়? ওপরে উঠার জন্য কিছু পাওয়াও যাচ্ছে না।


এবার নতুন বুদ্ধি করা হলো। কুকুরের পিঠে সওয়ার হয়ে ফ্রিজ থেকে খাবার চুরির চেষ্টা করে শিশুটি। এরপর ফ্রিজের দরজাটি সে খুলে ফেলে। পুরো ঘটনাটি ভিডিও করেছেন রব হারবার্ট নামে এক ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।