অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে৷.সেটা কি আপনি জানেন? এবার জেনে নিন বেশ কিছু সহজ নিয়মে অন্যের চিন্তাভাবনা৷ কথায় আছে, চোখই হল মনের আয়না৷ মানুষের চোখ দেখেই বলে দেওয়া যায় অনেক কিছু৷ না এটা অবশ্যই কোনও ম্যাজিক কিংবা মিরাকেল নয়৷ তবে, হ্যা এর ব্যাতিক্রমও হয় মাঝে মধ্যে৷
▶এবারে জেনে নিন কি সেই পদ্ধতি৷ যার জেরে খুব সহজেই মানুষ চেনা যায়৷
১) যখন কেউ উপরের দিকে চোখ তুলে থাকে, তার মানে সে ভাবছে কিছু বিষয় নিয়ে৷ এমনকি সে তার চারপাশ থেকে বেছে নিতে চাইছে নতুন কিছু৷
২) যদি কেউ উপরের দিকে তাকিয়ে ডানদিকে তাকায় তার মানে সে কোনও ঘটনা মনে করার চেষ্টা করছে৷ তবে, এর মানে এও হতে পারে যে সে কোনও একটি জিনিস নিয়ে তিতিবিরক্ত কিংবা একঘেয়ে থেকে মুক্তি পেতেই সে ওই দিকে তাকিয়ে আছে৷
৩) মাথা নীচু করে যদি কেউ চোখ তুলে উপরের দিকে তাকায় সেটির মানে সে কোনও একটি ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছে৷ তার গতিবিধির উপর নজর রাখছে৷
৪) চোখ নীচু করে রাখার মানে কোনও একটি বিষয় নিয়ে সেই ব্যক্তি খুব লজ্জিত৷ কিংবা বয়সে বড় কোনও ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলেও সম্মান প্রদর্শনের জন্য সে নীচু করে রাখে চোখ৷
৫) চোখ নীচু করে বাঁদিকে তাকানোর মানে তারা নিজেদের সঙ্গে নিজেরা কথা বলছে৷ আর চোখ নীচু করে ডানদিকে তাকানোর অর্থ তারা নিজেরা কোনও আবেগবিহ্বল সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে৷
৬) যদি কেউ আপনার সঙ্গে কথা বলার সময় এদিক ওদিক তাকায় তাহলে জেনে রাখবেন সে আপনাকে ঠকাচ্ছে৷ মিথ্যে বলছে৷
৭) একদৃষ্টে কোনও একদিকে তাকিয়ে থাকা চোখের পলক না ফেলে৷ তার মানে সে ওই জিনিসটিকে কিংবা সেই ব্যক্তিটিকে জানার চেষ্টা করছে৷
৮) আপনার সঙ্গী কিংবা সঙ্গিনী যদি আপনার দিকে উপর থেকে নীচ অবধি তাকায়৷ তাহলে বুঝবেন সে আপনার ঘনিষ্ট হওয়ার চেষ্টা করছে৷
সূত্রঃ কলকাতা২৪