ছাতার নিচে আসতে পারেন

পাঁচমিশালী কৌতুক June 17, 2017 1,351
ছাতার নিচে আসতে পারেন

এক সুন্দরী মেয়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হেঁটে যাচ্ছিলো। ঠিক তার পাঁশেই একটা লোক বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিলো। তখন মেয়েটি বলল-


মেয়ে : আপনি চাইলে আমার ছাতার নিচে আসতে পারেন।


লোক : না, বোন। আমি এমনি ঠিক আছি।


মেয়ে : কেন? সমস্যা কি?


লোক : না মানে, পেছনে আমার স্ত্রী আসছে।