দেখে নিন কবে বিয়ে করলে আপনার সংসার সুখের হবে

লাইফ স্টাইল June 16, 2017 1,376
দেখে নিন কবে বিয়ে করলে আপনার সংসার সুখের হবে

বিয়ের বয়স পাড় হয়ে যাচ্ছে? কিন্তু এখনও সঠিক পাত্র বা পাত্রী পাচ্ছেন না? হতাশাগ্রস্থ হবেন না৷ সঠিক মানুষের সন্ধান আপনি পাবেন সময় মতনই৷ আপনার বিয়ে নির্ভর করবে আপনার রাশির উপরই৷ বিয়ে৷ জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি৷


দুটি মানুষ সাত জন্মের জন্য বাঁধা পরেন সম্পর্কে৷ সুতরাং বিয়ে নিয়ে একেবারেই হেলাফেলা করবেন না৷ যদি ভালোবাসা আর বিশ্বাস থাকে তবেই বিয়ে করুন আপনার পছন্দমতন সঙ্গী কিংবা সঙ্গিনীকে৷


জ্যোতিষশাস্ত্রে হয়তো অনেকেই বিশ্বাস করেন না৷ কিন্তু বিয়ের ক্ষেত্রে কিন্তু অনেকেই জ্যোতিষ নির্ভর৷ কে হবে সারা জীবনের সঙ্গী? কি ভাবে কাটবে আপনার জীবন?


কোন বয়সে আপনার বিয়ে এই সমস্ত কিছুই যদি আপনি জ্যোতিষশাস্ত্র মেনে করেন তাহলে আপনি হবেন খুবই ভাগ্যবান কিংবা ভাগ্যবতী৷ কারণ বিয়ের মতন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার রাশি মেনে চলা বিশেষ প্রয়োজন৷


মেষ: এই রাশির জাতক জাতিকাদেরকে ২৫ থেকে ২৬বছরের মধ্যে বিয়ে করা উচিত৷


বৃষ: এই রাশির জাতক জাতিকারা বেশিরভাগই ভালোবেসে বিয়ে করেন এবং বেশীটাই করেন ৩০বছরের পর৷


মিথুন: তারা জীবনের প্রতিটি জিনিসই দুই তরফ থেকে বিচার করে তবেই সিদ্ধান্তে আসেন৷ এদেরও বিয়ের সঠিক বয়স ৩০-র পর৷


কর্কট: আপনার যদি জীবনটা সঠিক ভাবে কোনওরকম সমস্যা ছাড়াই এগিয়ে চলে৷ তবে, যুবক কিংবা যুবতী থাকার সময়ই বিয়ে করে নিন৷ তবে, ৩০বছরের উপরের কোনও সঙ্গী বা সঙ্গিনী খুঁজেই বিয়ে করুন৷


সিংহ: খুব ঠান্ডা মাথায় কাজকর্ম করেন৷ তারা তাদের সম্পর্কেও যথেষ্ট সচেতনশীল৷ তারা কোনও কাজ থেকেই মুখ ফিরিয়ে নেন না৷ ঠান্ডা মাথায় সব কাজ করেন৷ ৪০বছরের মধ্যভাগেই তাদের বিয়ে করা উচিত৷


কন্যা: ২৫ থেকে ২৬বছরের মধ্যেই এই রাশির জাতক জাতিকাদের বিয়ে করা উচিত৷


তুলা: ২০ থেকে ৩০বছর সবথেকে সঠিক সময় এদের বিয়ে করার জন্য৷ এরা খুবই সাধারণভাবে চিন্তাভাবনা করেন এবং সমস্ত জিনিসই খুব সাধারণ ভাবে নেন তারা৷


বৃশ্চিক: তারা তাদের সম্পর্ক নিয়ে খুবই পজেজিভ হন৷ ৩০বছরের পর বিয়ে করাটা এই জাতক জাতিকাদের জন্য খুবই শুভ৷


ধনু: এরা নিজেদের জিনিসপত্র নিয়ে খুবই চিন্তাশীল হন৷ ৪০বছরের পর বিয়ে করলে তবেই এরা সবথেকে বেশি খুশি হবেন৷


মকর: ২০-৩০বছরের মধ্যে বিয়ে করা সবথেকে সঠিক সময় এদের জন্য৷


কুম্ভ: ৩০-৪০বছরের মধ্যে এদের বিয়ে করা উচিত৷


মীন: ২৬বছর বয়সটাই এদের বিয়ের জন্য আদর্শ সময়৷


সূত্রঃ কলকাতা২৪