গো-মূত্র পান করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

সাধারন অন্যরকম খবর June 14, 2017 1,308
গো-মূত্র পান করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গরু প্রেম নিয়ে রসিকতা করতে গিয়ে বিপাকে পড়েছেন দেশটির নামজাদা নারী সাংবাদিক তলভিন সিং।


গত সোমবার নিজের টুইটারে এই ছবিটি পোস্ট করে ওই সাংবাদিক ক্যাপশন দেন— ‘দ্যা চিফ মিনিস্টার অফ উত্তরপ্রদেশ।’ এরপরই ছবিটি ভাইরাল হয়ে যায়।


লাইক, শেয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সমালোচনারও ঝড় ওঠে। মূল যে ছবিটিকে বিকৃত করে যোগী আদিত্যনাথ গো-মূত্র পান করছেন দাবি করা হয়, সেটিও টুইটারে পোস্ট করেন নুপুর নামে এক টুইটার ব্যবহারকারী।


এর পরে নিজের অ্যাকাউন্ট থেকে ছবিটি মুছে ফেলেন তলভিন। কিন্তু তাতেও বিতর্ক পিছু ছাড়েনি। নানা ভাবে সমালোচনা চলতে থাকে সোশ্যাল সাইটে।


শুধু তলভিন সিং সমালোচনাই নয়, উত্তরপ্রদেশ পুলিশের কাছে দাবি উঠতে থাকে যাতে অবিলম্বে এই বিকৃত ছবি পোস্ট ও শেয়ার করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর পরে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে টুইট করেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।