

আক্কাসের বউ নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে ভেসে গেল। একটু পর আক্কাস এলো তার বউকে উদ্ধার করতে।
আক্কাস এবার নদীতে ঝাঁপ দিল কিন্তু নদীর স্রোতের উল্টা দিকে খুঁজতে লাগলো। তখন নদীর দুই পারের মানুষ বলতে লাগলো. . .
মানুষ : ওরে মাথা মোটা বলদ, তোর বউ তো স্রোতের সঙ্গে ওই দিকে ভেসে যায় নাই। এই দিকে খোঁজ।
আক্কাস : ১০ বছরের সংসার গো দাদা, আমার বউরে আমার চেয়ে ভালো করে কেউ চিনে না। সে সবসময় উল্টা দিকে যায়।









