বিএসএফের বৈঠকে প্রকাশ্যে চলল পর্নো ছবি। আর সেই ছবি চলায় অস্বস্তিতে পড়তে হল বিএসএফ কর্মকর্তাদের। রবিবার সকালে ভারতের ফিরোজপুরের ৭৭ নম্বর ব্যাটেলিয়ানে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, বিএসএফদের কী কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় তা নিয়ে ফিরোজপুরের ৭৭ নম্বর ব্যাটেলিয়ানে রবিবার বৈঠক ছিল। বৈঠকে বিএসএফের নিজস্ব ল্যাপটপে প্রেজেন্টেশন দেখানোর মাধ্যমে পুরো বিষয়টি বোঝানোর কথা ছিল। সেই মত ল্যাপটপে তা দেখানোর প্রস্তুতি নেওয়া হয়।
কিন্তু প্রেজেন্টেশনের বদলে হঠাৎই চলতে শুরু করে পর্নো ছবির একটি দৃশ্য। প্রায় ৯০ সেকেণ্ড পরে তা বন্ধ করা হয়। এই ঘটনায় বৈঠকে উপস্থিত বহু নারী বিএসএফরা অপ্রস্তুতে পড়ে যান।
পাঞ্জাব বিএসএফের আইজি মুকুল গোয়েল এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানান, ঘটনার সময় বৈঠকে সাত–আটজন নারী ছিলেন। পর্নো দৃশ্যটি প্রায় ৯০ সেকেণ্ডের মতন চলেছিল।
তিনি বলেন, ‘আমরা ওই অফিসারকে সনাক্ত করার চেষ্টা করছি যার ল্যাপটপ বৈঠকে ব্যবহার করা হয়েছিল। সরকারি ল্যাপটপে এ ধরনের জিনিস থাকা মোটেও বাঞ্ছনীয় নয়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং তদন্তের নির্দেশ দিয়েছি। ’
সূত্রঃ আজকাল।