ইফতারে রাখুন বিশেষ পানীয় ভার্জিন মোহিতো

রেসিপি টিপস June 9, 2017 616
ইফতারে রাখুন বিশেষ পানীয় ভার্জিন মোহিতো

ইফতারে সচরাচর ঠাণ্ডা পানি, লেবুর শরবত, তোকমার শরবত বা বড়জোর ফলের জুস পান করা হয়। ইফতারে কোনো অতিথি এলে তাকে বিশেষ কোনো পানীয় দেবার কথা ভাবছেন। তৈরি করে নিতে পারেন ভার্জিন মোহিতো মকটেইল।


খুব সাধারণ কিছু উপাদানে তৈরি এই পানীয়টি স্বাদে-গন্ধে অতুলনীয়। অনেকদিন পর্যন্ত আপনার অতিথির মনে থাকবে এর স্বাদ।


উপকরণ

– ৩০০ মিলি স্প্রাইট


– ৪/৫ টেবিল চামচ লেবুর রস


– সিকি কাপ পুদিনা পাতা


– ৩ চা চামচ চিনি


– ৯/১০টি আইস কিউব


প্রণালী

১) একটি সার্ভিং গ্লাসে ৭/৮টি পুদিনা পাতা নিন। এতে ১ চা চামচ চিনি এবং এক টেবিল চামচ লেবুর রস দিন।


২) একটি চামচ দিয়ে গ্লাসের ভেতরেই সাবধানে ছেঁচে নিন পুদিনা পাতাগুলোকে।


৩) ধীরে ধীরে স্প্রাইট ঢেলে দিন এই গ্লাসে, প্রায় কানায় কানায় পূর্ণ করে নিন। এরপর চামচ দিয়ে আলতো করে নেড়ে মিশিয়ে নিন।


এই প্রণালীতে তৈরি করে নিন ৩ গ্লাস পানীয়। কিছু পুদিনা পাতা, এক স্লাইস লেবু এবং ২/৩টি আইস কিউব দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা।