রাগ করে বাপের বাড়ি যাওয়া বউকে ফোন করেছে স্বামী। কিন্তু ফোন ধরেছেন শাশুড়ি।
শাশুড়ি: তোমাকে না বলেছি যে আমার মেয়ে আর তোমার কাছে ফিরে যাবে না। একথা আর কতবার বলবো!?
জামাই: জ্বী আম্মা, তারপরও...শাশুড়ি: তারপরও মানে! বেশরমের মতো প্রতিদিন ফোন করো কেন? আমার মেয়ে তোমার কাছে আর ফিরবে না।
জামাই: আম্মা, আপনার এই কথাটা শুনতে খুব ভাল লাগে। কথাটা বারবার শুনতে চাই- তাই রোজ বিরক্ত করি...