

এক চরম কৃপণ লোক সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে যেতে লাগলো। তখন সে দোয়া করতে লাগলো বিধাতার কাছে-
কৃপণ : হে বিধাতা, আমি যদি বেঁচে যাই তাহলে ১ হাজার এতিমকে ২ বেলা বিরিয়ানি খাওয়াবো।
তখনি বড় একটা স্রোত এসে তাকে সাগর তীরে ঠেলে দিলো! সে তখন দাঁড়িয়ে বলল-
কৃপণ : হাহ! কিসের বিরিয়ানি!
তখন আচানক আরেকটা বড় ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেলো! তখন সে বলতে লাগলো-
কৃপণ : আমি বলতে চাচ্ছি চিকেন বিরিয়ানি না কি কাচ্চি?









