বিদেশ থেকে আনিয়েছি

পাঁচমিশালী কৌতুক June 7, 2017 1,095
বিদেশ থেকে আনিয়েছি

ফায়ার সার্ভিস অফিসে একটা ফোন এলো-


লোক : হ্যালো, এটা কি ফায়ার সার্ভিস অফিস?


অফিস : হ্যাঁ, বলুন।


লোক : দেখুন, মাত্র কিছুদিন হলো আমি আমার ফুলের বাগান করেছি। ছোট্ট সুন্দর বাগান, নানা জাতের ফুল ফুটেছে।


অফিস : আগুন লেগেছে কোথায়?


লোক : গোলাপের চারাগুলো খুব দামি, অর্ডার দিয়ে বিদেশ থেকে আনিয়েছি।


অফিস : কোথায় আগুন লেগেছে তা-ই বলুন, শিগগির।


লোক : তাই তো বলছি। আগুন লেগেছে আমার পাশের বাড়ি। আপনারা তো এক্ষুণি আসবেন। তাই আগে থেকেই অনুরোধ করছি, আগুন নেভানোর ফাঁকে একটু পানি ছিটিয়ে দিয়েন। অনেক দিন পানি দেওয়া যাচ্ছে না।