একবার লাল মিয়া আর নীল মিয়া খুব শখ করে ঢাকা শহর দেখতে এল। দোতলা বাস দেখে তো অবাক! এই বাসে না উঠলে কী চলে?
তাই দেরি না করে দু’জনেই দোতলা বাসে উঠে পড়লো। লাল মিয়া নীচতলায় বসলেও নীল মিয়াকে উপরে ঠেলা দিয়ে পাঠিয়ে দেওয়া হল। দোতলা বাসের সে কী টান...!
এক টানে গুলিস্তান থেকে আব্দুল্লাপুর। বাস থামলে লাল মিয়া উপরে গিয়ে দেখে নীল মিয়া সিট জড়িয়ে ধরে থর থর করে কাপছে, প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা। লাল মিয়া জিজ্ঞেস করলো-
লাল মিয়া : ভাই, তর এই অবস্থা ক্যারে? আমার কাছে তো বাসে চইরা ভালই লাগলো।
নীল মিয়া : তাও ভালো যে নীচতলায় ডেরাইভার আছে। চায়া দেখ- দুই তলায় তো ডেরাইভারই নাই। আল্লায় কেমনে জানি বাঁচায়া রাখছে।