মানুষই শুধু ধূমপান করে না; এই কাজে আসক্ত হতে পারে শিয়ালও। অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্য। আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে সাক্ষাৎ পাওয়া গেছে এমনই একটি শিয়ালের।
এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে শিয়ালের ধূমাপন করার ওই ছবি। লুইস এচাসোন নামের এক স্কটিশ ডাবলিন বিমানবন্দরের বাইরে দিয়ে হাঁটার সময় হঠাৎ শিয়ালের মুখে একটি সিগারেট দেখতে পান। সঙ্গে সঙ্গে তা ক্যামেরাবন্দি করেন লুইস।
পরে শিয়াল পণ্ডিতের সিগারেট খাওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। টুইটারে দেয়ার পর ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে যায়।
অবশ্য ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এটি অসম্ভব। তারা টুইটারে ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেছে, শিয়ালের সিগারেট খাওয়ার বিষয়টি কখনোই যৌক্তিক হতে পারে না।
শিয়ালের মুখের সামনে থাকা সাদা বস্তুটি প্রকৃতপক্ষে শিয়ালের বেড়ে যাওয়া দাঁত!