সাইকেল পাচার করতাম

পাঁচমিশালী কৌতুক May 29, 2017 933
সাইকেল পাচার করতাম

সীমান্ত দিয়ে এক লোক প্রতিদিন সাইকেলে করে দু’টি বস্তা নিয়ে যায়। সীমান্ত রক্ষীবাহিনী প্রতিদিনই চেক করে এই সন্দেহ করে যে, অবৈধ কিছু পাচার করে কিনা! কিন্তু প্রতিদিনই দেখে বস্তাগুলোয় বালু ভর্তি। তাই তাকে ছেড়ে দেওয়া হয়।


কিছুদিন পর লোকটিকে আর দেখা যায় না। প্রায় বছরখানেক পরে একজন সীমান্ত রক্ষাবাহিনীর সদস্য লোকটিকে এক গ্রামে দেখতে পেয়ে জিজ্ঞেস করে-


বাহিনী : আচ্ছা আপনি যে প্রতিদিন বর্ডার পার করে সাইকেলে করে শুধু বালু নিয়ে যেতেন, আসলে আপনি কী পাচার করতেন?


লোকটি : আমি আসলে তখন সাইকেল পাচার করতাম।