মজার ধাঁধা সমগ্র - ৩২তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer May 29, 2017 3,828
মজার ধাঁধা সমগ্র - ৩২তম পর্ব

১. ‘চলতে চলতে চলে না আর,

মাথাটি কাটলে চলবে আবার।’


২. ‘লক্ষ বছর ধরে থাকলেও

এটিকে একটানা এক মাসের

বেশি দেখি যায় না।’


৩. ‘একজন হাসে, একজন ভাসে,

একজন মাটিতে থাকে বসে।’


৪. ‘কোন জিনিসের বুড়ো আঙুল আছে,

সাথে চারটা আঙুলও আছে;

কিন্তু জিনিসটা জীবিত নয়।’


▶ উত্তর :

১. পেন্সিল

২. চাঁদ

৩. শাপলা, ডাটা বা লাইল ও শামুক

৪. দস্তানা/হাতমোজা